Advertisement
মাহতাবুর রহমান, নিজস্ব প্রতিবেদক
বরগুনা জেলার আমতলী উপজেলায় গাঁজা সহ গ্রেফতার হয়েছে পিতা পুত্র। উপজেলার গুলিশাখালি ইউনিয়নের বাইনবুনিয়া বাজারখালি থেকে ১৭ জুলাই সোমবার বিকাল চারটা ত্রিশ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই শহিদুল ইসলাম এর নেতৃত্বে পাঁচ সদস্যের টিম ১ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মধু মৃধা (৫২) ও তার পুত্র বেল্লাল মৃধা (২৪)।
জানা গেছে মধু মৃধা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছেন। আমতলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মধু মৃধার নিজ বাড়ি থেকে ০১ কেজি গাঁজা উদ্ধার করে ও পিতা পুত্র সহ ২ জনকে গ্রেফতার করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন তপু বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করি এবং এক কেজি গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।