lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-01T02:25:43Z
জেলার সংবাদ

রামগড়ে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Advertisement

ফারজানা আক্তার, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি:                                                          খাগড়াছড়ির রামগড়ে বিয়ের ৭ মাস পার না  হতেই জান্নাতুল ফেরদৌস (১৯) নামে এক গৃহবধুর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার(৩১ জুলাই)বেলা ১টার সময় গৃহবধুকে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধুকে মৃত ঘোষনা করে, পরে  পুলিশ হাসপাতালের জরুরী বিভাগ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত গৃহবধূ উপজেলার ১নং রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার বাসীন্ধা বাহরাইন প্রবাসী মো:আবুল হোসেন এর স্ত্রী। ৭ মাস পূর্বে তাদের বিয়ে হয়। প্রবাসী স্বামীর সাথে মোবাইলে কথা বলার এক পর্যায়ে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচিয়ে  ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে স্বজনরা।  

নিহতের চাচা আবু আহাম্মদ জানান, দুপুরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে পারি তার ভাতিজি ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে তিনি এটিকে আত্মহত্যা বলতে রাজি হননি। তার ভাতীজির মৃত্যু রহস্যজনক দাবী করে তিনি আরো বলেন,তারা আমার ভাতীজিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো, সম্মানহানীর ভয়ে কাউকে কিছু বলতোনা যার কারণে তাকে আজ মরতে হলো।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি  অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।