Advertisement
বিশেষ প্রতিনিধি:কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল আহাদ ও জয়মনিরহাট সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুলের তত্ত্বাবধানে ভুরুঙ্গামারী উপজেলা ধান সংগ্রহ কমিটি কৃষক অ্যাপসের তালিকা মোতাবেক স্বচ্ছতার সাথে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের থেকে সরাসরি ধান সংগ্রহ করছেন। ফলে সরকারের সহায়তায় অনেক প্রান্তিক কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়েছে। বোরো ধানের লক্ষ্যমাত্র ১হাজার ৪শত মেক্ট্রিক টনের মধ্য এ পর্যন্ত ৭৭০মেক্ট্রিক টন ধান সরাসরি কৃষকের নিকট থেকে সংগ্রহ করার কথা জানিয়েছেন খাদ্য বিভাগ।
অপরদিকে ভুরুঙ্গামারী খাদ্য বিভাগ থেকে বিধি মোতাবেক লাইসেন্স নবায়নসহ বোরো মৌসুমে ৫১জন মিলারের নিকট থেকে ৯হাজার ৮শত মেক্ট্রিক টন চাল সংগ্রহ চলমান রয়েছে। লটারিতে নির্বাচিত কৃষক বলেন, ভুরুঙ্গামারী জয়মনিরহাট খাদ্যগুদামে ধান সংগ্রাহ অভিযান সুষ্ঠভাবে চলায় আমরা ধান ক্রয় করে অনেক খুশি। একটি সিন্ডিকেট চক্র খাদ্যগুদামের সুনাম ক্ষুণ্ণ করতে বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছেন।
ভুরুঙ্গামারী জয়মনিরহাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আমি তীব্র প্রতিবাদ জানাই।
ভুরুঙ্গামারী উপজেলা চাল মালিক সমিতির সভাপতি শাহজাহান সিরাজ ও সাধারণ সম্পাদক জোবেদ হোসেন মন্ডল বলেন, বিধি মোতাবেক ধান ও চাল সংগ্রহ করছেন জয়মনিরহাট খাদ্যগুদাম। একটি সিন্ডিকেট চক্র তাদের স্বার্থ হাসিলের লক্ষে সংবাদকর্মীদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে জয়মনিরহাট খাদ্যগুদামের নামে অসত্য সংবাদ প্রচার করে আসছেন। প্রকাশিত সংবাদগুলো উদ্দেশ্য-প্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মর্মে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ভুরুঙ্গামারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল আহাদ বলেন, বিধি মোতাবেক ধান সংগ্রহ করা হয়েছে এবং মিলাদের নিকট থেকে চাল সংগ্রহ অভিযান অব্যাহত আছে।