lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-04T09:13:05Z
জেলার সংবাদ

অষ্টগ্রামে ইভটিজিং এর প্রতিবাদ করায় স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টায় গ্রেফতার ১

Advertisement

এ,আর, সুমন কিশোরগঞ্জ প্রতিনিধি: 

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় ছাত্রীদেরকে ইভ-টিজিং এর প্রতিবাদ করায় স্কুলশিক্ষক মো. টুটন মিয়া (২৪)কে কুপিয়ে হত্যাচেষ্টা ও মারপিটে গুরুতর আঘাতপ্রাপ্ত করার ঘটনায় অভিযুক্ত বখাটে মো. ঝুটন মিয়া (২২)কে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার বিকাল ৩.৩০ ঘটিকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা এলাকা হতে তাকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।আশামী ঝুটন মিয়া অষ্টগ্রাম উপজেলার কলাপাড়া এলাকার মো পলাশ মিয়ার ছেলে।

গত ১ আগস্ট অষ্টগ্রামের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং একটি কোচিং সেন্টারের শিক্ষক মো. টুটন মিয়ার কোচিং সেন্টারের ছাত্রীদেরকে আসা যাওয়ার পথে উত্যক্ত করার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে মো. ঝুটন মিয়া (২২) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা ও মারপিটে গুরুতর আঘাতপ্রাপ্ত করে স্কুলশিক্ষক মো. টুটন মিয়া কে রাস্তায় ফেলে পালিয়ে যায়। এলাকাবাসী আহত ঝোটন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের জহিরুল ইসলাম মেডিকেল প্রেরণ করেন। এ ঘটনায় স্কুলশিক্ষক মো. টুটন মিয়ার বড় ভাই মো. জাকির হোসেন বাদী হয়ে অষ্টগ্রাম থানায় মো. ঝুটন মিয়া এর বিরুদ্ধে একটি মামলা করেন (মামলা নং- ০১, তারিখ- ০৩-০৮-২০২৩ খ্রি. ধারা- 323/326/307/506 The Penel Code-1860) পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ , পিপিএম (বার) এর দিক-নির্দেশনায় অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম এর তত্ত্বাবধানে গঠিত অষ্টগ্রাম থানার একটি চৌকস টিম তদন্তকারী কর্মকর্তা এসআই নিপুন মজুমদার এএসআই বকুল মিয়া সঙ্গীয় ফোর্স সহ  সাঁড়াশি অভিযান পরিচালনা করে বখাটে মো. ঝুটন মিয়াকে গ্রেফতার করে সন্ধ্যার পর অষ্টগ্রাম থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অত্র মামলার সংঘটিত ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে।