lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-19T03:59:03Z
জেলার সংবাদ

ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিনের তৎপরতায় আইন-শৃঙ্খলার উন্নতি

Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি:

ভুরুঙ্গামারী থানার জনসাধারণের টেকসই নিরাপত্তা, আইনী সহায়তা প্রদান ও নিয়মিতভাবে মাদক বিক্রেতা-সেবনকারীসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে থানার পুলিশ সদস্যদের নিয়ে সর্বদা নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন অফিসার ইনচার্জ রুহুল আমিন। ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করণসহ বিশেষ অভিযান অব্যাহত রেখেছেন। বর্তমানে সার্বিক নিরাপত্তা ও সু-শৃঙ্খলা পরিস্থিতিতে স্বস্তিবোধ করছেন ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন পেশাজিবী মানুষ এবং রাজনৈতিক সংগঠনসহ সুশীল সমাজের নেতারা।

সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'স্মার্ট বাংলাদেশ ২০৪১' রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে 'স্মার্ট পুলিশ' অভিপ্রায়ে দুর্বার গতিতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার পাথরডুবী, শিলখুড়ী, তিলাই, পাইকেরছড়া, ভূরুঙ্গামারী, জয়মনিরহাট, আন্ধারীঝাড়, বলদিয়া, চর ভূরুঙ্গামারী ও বঙ্গ সোনাহাট ইউনিয়নের জনসাধারণের টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সার্বিক দিক-নির্দেশনা ও তার জোর মনিটরিংয়ের কারনে মানবিক কাজে ব্যস্ত থেকে ভুরুঙ্গামারী থানার জনসাধারণের টেকসই নিরাপত্তা, আইনী সহায়তা প্রদান করাসহ সচেতনতা মূলক কার্যক্রম সৃষ্টি করছেন। আন্তরিকতার সাথে মানুষকে ন্যায় আইনি সহায়তা প্রদান করাসহ অসীম সাহসিকতার সাথে অপরাধ নির্মূলে কঠোর অবস্থানে রয়েছেন। থানার সেবা নিতে আসা সাধারন মানুষের সাথে সরাসরি কথা বলে তাৎক্ষনিক ব্যবস্থা নেন অফিসার ইনচার্জ রুহুল আমিন। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চলমান থাকার কারণে অপরাধ নিয়ন্ত্রনসহ সাধারন মানুষের সাথে পুলিশের সমন্বয় বেড়েছে বন্ধু-সুলভ বহুগুন। ভুরুঙ্গামারী থানার চৌকশ পুলিশ সদস্যদের মাধ্যমে সঠিকভাবে সব-সময় জনসাধারণের নিরাপত্তা, আইনী সহায়তা প্রদানসহ নিয়মিতভাবে মাদক বিক্রেতা-সেবনকারী এবং বিভিন্ন অপরাধের সাথে জ্বড়িতদের গ্রেফতার করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছেন।

অনুসন্ধানে জানা গেছে, ভুরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ রুহুল আমিন যোগদান করে মাত্র কয়েকদিনের ব্যবধানে জনসেবার মাধ্যমে ভুরুঙ্গামারী থানার সাধারণ মানুষের হৃদয়ে আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠছেন। বিশেষ অভিযানে অনেক অপরাধী তাদের পেশা পরিবর্ত করে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। অফিসার ইনচার্জ আন্তরিকতার সাথে মানুষকে আইনি সহায়তা প্রদানে আত্মবিশ্বাস অর্জন করে জননন্দিত হয়ে উঠছেন।

ভুরুঙ্গামারী থানার রাজু মিয়া, আমিনুল ইসলাম, বেলাল হোসেন, একরামুল হক, পাপ্পু, একরামুল হকসহ অনেকে বলেন, অফিসার ইনচার্জ রুহুল আমিন থানায় যোগদান করার পর থেকে আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। তিনি আন্তরিকতার সাথে আইনি সহায়তা প্রদানসহ মাদক, জুয়াখেলা এবং বিভিন্ন অপরাধ নির্মূলে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করে আসছেন। আমাদের মতো সাধারণ মানুষের মনে আস্থা অর্জন করছেন।

ভুরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের মহাপরিদর্শক (আইজিপি)’র উদ্দেশ্য পুলিশ হোক জনবান্ধব। কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের নির্দেশনায় বিভিন্ন অপরাধ ও মাদকদ্রব্য নির্মূলে নিয়মিতভাবে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে কোনো আপোস নেই। আমরা আমাদের দায়িত্ব থেকে সকল শ্রেণীর মানুষদের সেবা প্রদান করে আসছি।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন প্রচেষ্টায় আইন-শৃঙ্খলার উন্নতি হয়ছে। মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্ব-সাধারণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাদকের সঙ্গে কোনো আপোস নেই। জেলায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের গ্রেফতার করতে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে।