lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-16T10:53:09Z
আইন ও অপরাধ

মাদারগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে পালানোর সময় বিজিবি সদস্য আটক

Advertisement

মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে পালানোর সময়  শফিকুল ইসলাম ( ২৬) নামে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) বাহিনীর এক  সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে ভুক্তভোগীর পরিবার।  মঙ্গলবার ( ১৫ আগষ্ট ) রাতে এ ঘটনাটি ঘটে। পরে ভুক্তভোগী  নারী বাদি হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বিজিবি সদস্য শফিকুল ইসলাম বালিজুড়ি ইউনিয়নের চরশুভগাছা গ্রামের মোঃ হযরত আলীর ছেলে। মামলার এজাহার সুত্রে জানা গেছে,ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী। তার দুটি ছেলে সন্তান রয়েছে। তিনি তার শ্বশুরবাড়িতে সন্তানদের নিয়ে বাস করতেন। গত ১৪/০৮/২৩ তারিখে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। অভিযুক্ত শফিকুল ইসলাম গত ৩/০৮/১৫ তারিখে ছুটি কাটাতে বাড়িতে আসেন। ভুক্তভোগী নারীর সহদোর ছোটভাইকে বিজিবিতে চাকুরি দেওয়ার কথা বললে ওই নারীর বাবা সন্ধার পর তাদের বাড়িতে আসতে বলেন।পরে অভিযুক্ত শফিকুল ইসলাম রাত ৯টার দিকে তাদের বাড়িতে আসেন। তখন ভুক্তভোগীর বাবা বাজারে অবস্থান করছিলেন। অন্যদিকে মা তার ২ সন্তানকে নিয়ে আলাদা ঘরে সুয়ে থাকায়। সুযোগ পেয়ে হাত  চেপে ধরে ধর্ষণ করতে থাকে। পরে তার ডাকচিৎকার পারলে ভুক্তভোগীর বাবা মা ও এসে তাকে হাতে নাতে আটক করে পুলিশকে খবর দেয়। পরে  মডেল থানা পুলিশ গিয়ে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন,প্রবাসীর স্ত্রীকে ধর্ষণকালে এক বিজিবি সদস্যকে আটকে রেখে পুলিশ খবর দিলে। আমরা থানায় নিয়ে আসি। ভুক্তভোগী নিজে বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। সেই মামলার প্রেক্ষিতে অভিযুক্ত বিজিবি সদস্য শফিকুল ইসলাম জামালপুর আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।