lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-16T15:37:35Z
অনিয়ম - দুর্নীতি

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত না হয়ে সরকারি অনুদান হাতিয়ে নিল একই পরিবারের চারজন

Advertisement

মাহতাবুর রহমান, নিজস্ব প্রতিবেদক

আগুনে ক্ষতিগ্রস্ত না হয়েও পেয়েছে সরকারি অনুদান। বরগুনা জেলার তালতলী উপজেলার মালিপাড়া গ্রামে একই পরিবারের চারজন পেয়েছে ঘর মেরামতের টাকা ও ঢেউটিন। স্থানীয়দের অভিযোগ উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মুহাঃ আব্দুল মোতালিব ভুয়া অগ্নিকান্ডের ক্ষতি দেখিয়ে প্রতারনা করে সরকারী টাকা ও টিন আত্মসাৎ করেছেন। 

জানাগেছে, গত অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও  ত্রাণ মন্ত্রনালয় তালতলী উপজেলার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ  ১২ পরিবারের মাঝে ২২ বান্ডিল ঢেউটিন ও ৬৬ হাজার নগদ টাকা বরাদ্ধ দেয়। ওই বরাদ্দকৃত টিন ও টাকা ইতিমধ্যে বিতরন করা হয়েছে। তালিকায় ক্ষতিগ্রস্থ ১২ পরিবারের মধ্যে তালতলী উপজেলা মানবাধিকার কমিশন সাধারণ সম্পাদক, ছোটভাই জোড়া ছালেহিয়া আলিম মাদ্রাসার জুনিয়র মৌলুভী মুহাঃ আব্দুল মোতালিব ভুয়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দেখিয়ে তার স্ত্রী মাজেদা বেগম, মেয়ে মাহফুজা,শালিকা রোকেয়া ও শালিকার ছেলে শাহীনের নামে ঢেউটিন ও টাকা বরাদ্ধ করেছেন। ওই চার নামে ৭ বান্ডিল ঢেউটিন ও ২১ হাজার টাকা তুলে আত্মসাৎ করেছেন তিনি। 

বড়বগী ইউপি সাবেক নারী সদস্য সেলিনা আক্তার ইভা বলেন, চার পরিবারের কারো ঘর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়নি। প্রতারনা করে আব্দুল মোতালিব পরিবারের সদস্যদের নামে টিন ও টাকা বরাদ্দ করে আত্মসাৎ করেছেন। 

ইউপি সদস্য মাওলানা আনোয়ার হোসেন বলেন, মুহাঃ আব্দুল মোতালিব ভুয়া অগ্নিকান্ড দেখিয়ে তার চার স্বজনের নামে ৭ বান্ডিল ঢেউটিন ও ২১ হাজার টাকা তুলে নিয়েছেন। 

তালতলী উপজেলা মানবাধিকার কমিশন সাধারণ সম্পাদক মুহাঃ মোতালিব হোসেন তার স্ত্রীর নামের টিন নেয়ার কথা স্বীকার করে বলেন, তালিকায় শুধু ঘর পোড়লেই নাম দেয়া যাবে এমন কথা উল্লেখ নেই। 

তালতলী  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানিনা। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, বিষয়টি আমি জেনেছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।