lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-04T10:58:13Z
দুর্ঘটনা

পোরশায় সারাইগাছি আড্ডা রোডে এক খড়ের ভটভটি পুড়িয়ে ছাই

Advertisement

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

আড্ডা থেকে সারাইগাছি রোডে এক চলন্ত খড়ের ভুটভটিতে আগুন ধরে যায়। গাড়িতে থাকা চৌকি কাপড় চোপড় কিছু চাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পুড়ে যায়। এ সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

আজ ৪ অগাস্ট ২০২৩ শুক্রবার বেলা ১২:৪৫ মিনিটে চলন্ত খড়ের ভটভটিতে আগুন জ্বলে উঠলে গাড়ির ড্রাইভার গাড়ি থেকে লাফ দিয়ে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসে সংবাদ দেন। পোরশা ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে আগুন নিভায়।  আগুন ধরে গেল গাড়িতে থাকা মেয়ে পুরুষ পাঁচ ছয় জন এদিক সেদিক লাফ দিয়ে মাটিতে পড়েন । গাড়িতে  চাউল     পরিধানের পোশাক পরিচ্ছেদ জ্বালানি খড়ি ও ব্যান্ড ছিল যা আগুনে পুড়ে গেছে বলে জানান খড়ের মালিক।

গাড়িতে প্রায় এক কাহন খড় ছিল যার দাম সাত থেকে আট হাজার টাকা। কাপড় চোপর খড়ি আসবাবপত্র এটাও তিন থেকে চার হাজার টাকা। সম্মানীয় ১০ থেকে ১২ হাজার টাকার মাল পত্র পুড়ে গেছে বলে জানা যায়।

পোরশা থানা  ফায়ার সার্ভিস জানায় কে বা কাহারা শত্রুতার জের ধরে আগুন ছুঁড়ে এ দুর্ঘটনার সৃষ্টি করেছে। ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা যায়।