Advertisement
নিজস্ব প্রতিবেদক: যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন করেছে টাংবাড়ি গ্রাম আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। ১৫ই আগষ্ট (মঙ্গলবার) বিকালে কাশিনাথপুর ফুলবাগান মোড়ে অবস্থিত টাংবাড়ি গ্রাম আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে সংগঠনটির নেতাকর্মী বৃন্দ।
কাশিনাথপুর ফুলবাগান বণিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন এর সভাপতিত্বে ও আমিনপুর থানা আওয়ামী যুবলীগ নেতা সুজা মোল্লার সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের দুর্সময়ের কান্ডারী বেড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সজীবুর রহমান সবুজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কাশিনাথপুর ফুলবাগান সিএনজি মালিক সমিতির সভাপতি নাজমুল বাশার বাবু, আমিনপুর থানা আওয়ামী যুবলীগ নেতা সোহাগ হোসেন বিল্টু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতসাখিনী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাশিনাথপুর ফুলবাগান বণিক সমিতির সভাপতি শাহ আলম মোল্লা।এছাড়াও উপস্থিত ছিলেন টাংবাড়ি গ্রাম আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।
১৫ই আগষ্টে শাহাদাত বরণকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়।