lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-02T09:52:45Z
সড়ক দুর্ঘটনা

বেনাপোলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

Advertisement

জহিরুল ইসলাম যশোর জেলা প্রতিনিধি 

যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল চেকপোস্ট বড় আঁচড়া বাইপাস সড়ক পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত মেয়েটি বড় আঁচড়া গ্রামের আলমগীর হোসের মেয়ে আনিকা। সে বেনাপোল মরিউম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলো। 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছাত্রী আনিকা সকাল ৯ টার দিকে বেনাপোল বাজারে মরিউম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে যাওয়ার সময় বড়আঁচড়া বাইপাস সড়ক পার হওয়ার সময় ভারত থেকে পণ্য খালি করে আসা বাংলাদেশি একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় মেয়েটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুইঁয়া ঘটনার সত্যত্যা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকসহ ঘাতক চালককে আটক করা হয়েছে। এঘটনায় এখনো কোন মামলা হয়নি।