lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-18T15:29:04Z
জেলার সংবাদ

ঈশ্বরদীতে পানিবন্ধি এলাকা পরিদর্শন করলেন এমপি নুরুজ্জামান বিশ্বাস

Advertisement

এম আর রাসেল হোসাইন, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদীতে সাধারণ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মাদ্রাসা, কলেজ মাঠ, কল কারখানাসহ প্রায় ১০টি গ্রাম। পানিতে তলিয়ে যাওয়া ভুক্তভোগী প্রায় ৩০ হাজার মানুষের ভোগান্তি লাঘবে প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করেছেন পাবনা ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাংসদ, বীর মুক্তিযোদ্ধা আালহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।

এসময় তিনি প্লাবিত এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং শ্রীঘ্রই পানির এই বন্দি দশা থেকে অত্র এলাকাবাসীদের মুক্তির ব্যবস্থা করবেন বলে আশ্বস্থ করেছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া রেলওয়ে ষ্টেশনে অবস্থান করা ভুক্তভোগী এলাকাবাসীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্য কালে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পানিতে আর কতদিন বসবাস করবেন এলাকাবাসী জানতে চাইলে নূরুজ্জামান বিশ্বাস বলেন, আমি উপজেলা প্রশাসক, উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের সন্ধ্যায় আমার কার্যালয়ে ডেকেছি। তাদের সাথে আলোচনা করে যতদ্রুত সম্ভব পানি নিষ্কাশনের একটি স্থায়ী সমাধান করে এলাকাবাসীকে পানির এই বন্দিদশা থেকে মুক্ত করা হবে বলে তিনি জানিয়েছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মো. বকুল সরদার, মুলাডুলি ইউনিয়ন চেয়ারম্যান মো.আব্দুল খালেক মালিথা, ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, আওয়ামী কৃষকলীগ নেতা মুরাদ আলী মালিথা, রশিদ পেপার মিলের জিএম নাসির উদ্দিন, দাশুড়িয়া ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম ডাবলু প্রমুখ।