lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-03T11:34:34Z
জেলার সংবাদ

লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Advertisement

নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের লালপুরে জান্নাতুল বৃষ্টি (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় তার স্বামী মোহাম্মদ বাবুকে (২৫) পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকালে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। মৃত বৃষ্টি উপজেলার ইসলামপুর গ্রামের সাইদুর রহমানের মেয়ে আর বাবু দুয়ারিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। তারা স্বামী- স্ত্রী ওয়ালিয়া বাজারে আব্দুস সামাদের বাড়িতে ভাড়া থাকতেন।

জানা যায়, বাবু তার স্ত্রীকে যৌতুকের দাবিতে দীর্ঘ দিন ধরে শারীরিক নির্যাতন করে আসছিল। বৃহস্পতিবার সকালে শয়ন ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন বৃষ্টিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে নিহতের বাবা সাইদুর রহমান বলেন, আমার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার মেয়ে হত্যার সুষ্ঠ বিচার চাই।

আর লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডাঃ জামিলা আক্তার বলেন, রোগী হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আর নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে সেটা পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া যাবে।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর রহস্য জানা যাবে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।