lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৬ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-06T07:53:19Z
আইন ও অপরাধ

ঈশ্বরদীতে চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা ও অফিস ভাঙ্গচুরের অভিযোগ

Advertisement

ঈশ্বরদী (পাবনা) 

পাবনার ঈশ্বরদীতে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে না পাওয়ায় সন্ত্রাসী হামলা ও অফিস ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ আগস্ট) রাত ৮ টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের চর-মিরকামারী প্রাণ কোম্পানি গেট সংলগ্ন জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সভাপতি ফরিদুল ইসলাম খানের ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাক্তিগত অফিসে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ফরিদুল ইসলাম জানান, শনিবার দুইটি অজ্ঞাত ফোন নম্বর থেকে আমাকে কল করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন দুইজন। আমি চাঁদা দিতে অস্বীকার করলে ৩০ মিনিট পর আলহাজ্ব ক্যাম্প ও ইস্তা এলাকার প্রায় ২০-২৫ জন সন্ত্রাসী স্ব-শরীরে আমার অফিসে এসে ভাঙ্গচুর করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা অস্ত্র প্রদর্শন করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় শনিবার ভুক্তভোগী ফরিদুল ইসলাম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ সহ মোট ২৫ জনকে আসামী করে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি অরবিন্দ সরকার অভিযোগের সত্যতা নিশ্চিত করে  জানান, লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।