Advertisement
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে ভুটভুটি ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৪ জন গুরুত্বর আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১০ টায় দিকে মোহনপুর উপজেলার সাকোয়া গ্রাম সংগ্লন্ন রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাগমারা উপজেলার জিয়া এলাকার আজিবুর রহমান (৩৫), মোহনপুর এলাকার জাহাঙ্গীর (৪৫), কেশরহাট পৌরসভার সাকোয়া গ্রামের আবুল হোসেন (৫৫)।
আহতরা হলেন, মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবুর (৬০), ও তৌইব (৫০) গাঙ্গোপাড়া গ্রামের আনসাবুজ্জামান (৭০), নওগাঁ জেলার নজিপুর উপজেলার চঞ্চল (২৩)।
মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহী-নওগাঁ মহাসড়কে ৩ টি গরু নিয়ে অবৈধ ভুটভুটি সিটি হাটে যাওয়ার সময় মোহনপুর থেকে কেশরহাট বাজারের দিকে আসা অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে ১ জন নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ২ জন মারা যান। এ ঘটনায় আরো ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।