lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-17T04:59:03Z
জেলার সংবাদ

ময়মনসিংহ বিভাগীয় শ্রেষ্ঠ প:প: পরিদর্শক হলেন ঝিনাইগাতীর কৃতি সন্তান

Advertisement

মোঃ আরিফুল , শেরপুর জেলা  প্রতিনিধি : 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সেলিম রেজা  ২০২২-২৩ বছরে পরিবার পরিকল্পনা, গর্ভবতী মা ও শিশুস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব গুণে বিশেষ অবদান রাখায় বিভাগীয় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন। সেলিম রেজা উপজেলার নলকুড়া ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত।

১৬ আগষ্ট বুধবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় কমিটি কর্তৃক শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হওয়ায় সম্প্রতি তাকে প্রশংসাপত্র প্রদান করা হয়।

এ বিষয়ে সেলিম রেজা বলেন, এ সাফল্যের অংশীদার পরিবার কল্যাণ সহকারীরা। তিনি আরো বলেন, 

আমার এ শ্রেষ্ঠত্বের পুরস্কারটি সকল সহকর্মী ও আপামর জনসাধারণের। আশা করি, পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবায় সবসময় এ ধারাবাহিকতা অক্ষুণ্য রেখে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করবো।

সেলিম রেজা ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মনোনীত হওয়ায় জেলা, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দগণ তাকে অভিনন্দন জানিয়েছেন।