Advertisement
এম এ সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে বিশিষ্ট মাদক ব্যবসায়ী মোঃ বাবুল হোসেন (৩৯) কে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। গতকাল শনিবার (১৯ আগষ্ট) রাতে তার নিজ বাড়ি থেকে মাদক দ্রব্যসহ আটক করা হয়। সে উপজেলার তোড়িয়া ইউনিয়নের শিমুলতলা গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গতকাল (১৯ আগষ্ট) রাতে গোপন সূত্রের ভিত্তিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা’র সার্বিক দিক নির্দেশনায় এবং এসআই মোঃ আলতাফ উদ্দিন সরকার ও এএসআই মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বাবুলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এময় বাবুলের বাড়ি ও তার কাছে তল্লাশি করে মোট ১’শত (১০০) গ্রাম গাজা পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পরে রাতেই তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(৬) ধারা অনুযায়ী আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়, যার নং-০৬/৯৫ । রবিবার (২০ আগষ্ট) দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা।