lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-19T09:01:28Z
জাতীয়

পঞ্চগড়ে সোনালী আঁশ পাট শুকানো ব্যাস্ত সময় পার করছে পাট চাষীরা

Advertisement

আছমা আক্তার আখি,পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর ইউনিয়ন হাড়িভাসা এলাকা ঘুরে দেখা গেছে এবার সোনালী আঁশ পাটের বাম্পার ফলন হয়েছে কৃষক কৃষাণী মুখে হাসি।

 এছাড়াও আটোয়ারী উপজেলা ঘুরে দেখা গেছে পাল্টাপারা ইউনিয়নে ব্যাপক পাটের চাষ করেছে কৃষক , রাস্তার দুপাশে কৃষক কৃষাণীরা পাট ধুয়ে সারিবদ্ধ ভাবে শুকাতে ব্যস্ত সময় পার করছেন।

 এ সময় কৃষক হরিপদ বর্মন এর সাথে কথা হলে তিনি বলেন এবার আমি তিন বিঘা জমিতে পাট চাষ করেছি পাটের বাম্পার ফলন হয়েছে এখন পাট ধুয়ে শুকাতে দিচ্ছি। পাটের যেমন বাম্পার ফলন হয়েছে বাজারে পাটের দামটা যদি বাম্পার হয় তাহলেই আমরা একটু লাভের মুখ দেখতে পাব। একই এলাকার কৃষাণী গড়িমালা, এর সাথে কথা হলে তিনি বলেন এই রোদে কষ্ট করে পাট শুকাচ্ছি কত যে কষ্ট কিন্তু পাট বিক্রির সময় যদি ন্যায্য দাম না পাই তাহলে কিভাবে আমরা আগামীতে মাছ চাষ করবো তাই সব মিলিয়ে যদি বাজারে পাটের দামটা ভালো পাই তাহলে আমরা খুশি। 

পঞ্চগড় কৃষি অধিদপ্তরের হাড়িভাসা এলাকার বি এস মোঃ সেলিম জানান আমরা পাট চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা সহযোগিতা ও পরামর্শ দিয়েছি তাই এবার পাটের বাম্পার ফলন হয়েছে বাজারে দামও ভালো।