lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-18T11:41:11Z
জাতীয়

ফুলবাড়ী সীমান্তে ভারতে মাছ ধরতে গিয়ে এক বাংলাদেশি আটক

Advertisement

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতে মাছ ধরে বাংলাদেশে আসার সময় এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবির সদস্যরা। শুক্রবার আটক বাংলাদেশির বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়। আটক বাংলাদেশির নাম মিলন চন্দ্র রায় (২৬)। তিনি উপজেলার সীমান্তঘেষা উত্তর কুটিচন্দ্রখানা গ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে।   

বিজিবি  জানান ,বৃহস্পতিবার রাতে উত্তর কুটিচন্দ্রখানা সীমান্তের ওপারে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সেওটি-২ এলাকার কাঁটাতারের বেড়ার বাহিরে একটি ডোবায় মাছ ধরতে যান ওই বাংলাদেশি। পরে মাছ ধরা শেষে গভীর রাতে বাংলাদেশ প্রবেশের সময় আন্তজার্তিক মেইন পিলার নং ৯৪০ এর সাব পিলার ২ এসের নিকট থেকে গংগাহাট ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। 

গংগাহাট ক্যাম্পের নায়েক সুবেদার  দুলাল মিয়া জানান, রাতের অন্ধকারে অবৈধভাবে ভারত থেকে আসার সময় তাকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে ফুলবাড়ী থানায় সোপর্দ করে তার অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।