lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-02T15:55:03Z
জেলার সংবাদ

রংপুর অঞ্চলের মানুষের দাবির সাথে একাত্মতা ঘোষণা

Advertisement

রংপুর জেলা প্রতিনিধি, রবীন্দ্রনাথ সরকার 

রংপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা"বুধবার (২ আগস্ট)বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় মহাসমাবেশে এ ঘোষণা দেন তিনি। বলেছেন, এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কিন্তু একটা গোষ্ঠী আছে, যারা দেশের উন্নয়ন চায় না। যাদের কাজই মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা।

সরকার প্রধান আরও বলেন, বিএনপি মানুষ পুড়িয়ে মারে। তারা মানুষের জাত কি না তা নিয়েও প্রশ্ন তোলেন।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান মিলে দেশের টাকা পাচার করেছে বলেই শাস্তি পাচ্ছে। আওয়ামী লীগ ছাড়া যারাই ক্ষমতায় এসেছে, তারা দেশের জন্য কোনো কাজ করেনি। পানির ন্যায্য অধিকার না পাওয়ায় তিস্তা নদীকে ঘিরে সরকার চীনা অর্থায়নে দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনার একটি প্রকল্প গ্রহণ করে, যা তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত।