lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-04T05:09:06Z
জেলার সংবাদ

কুড়িগ্রাম পুলিশের কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজ ও নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুলে বৃক্ষরোপণসহ শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি:

"সবুজ করি কুড়িগ্রাম' এই শ্লোগানে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে (৩আগষ্ট) বৃহস্পতিবার কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজ ও নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ বিতরণ করেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজে চারাগাছ বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম.ওহিদুন্নবী, টিআই প্রশাসন বানিউল আনাম, কাঠালবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবেদ আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল খালেক ফারুকসহ কাঠালবাড়ি ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুলে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান পিপিএম, টিআই প্রশাসন বানিউল আনামসহ নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

নাগেশ্বরী ইউএনও, পৌরমেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ সকলে কুড়িগ্রাম জেলা পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা বলেন নিঃসন্দেহে কুড়িগ্রাম জেলা পুলিশের এটি একটি ভালো উদ্যোগ আমরা সকলে মিলে এ গাছগুলোর পরিচর্যা করবো।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, আমরা ইতিমধ্যে সবুজ করি কুড়িগ্রাম কর্মসূচির মাধ্যমে প্রায় ৩০হাজার চারাগাছ বিতরণ করেছি পাশাপাশি থানায় আগত সেবাগ্রহীতা, জেলখানা থেকে জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও সফল প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে বসবাসরত নাগরিক, সংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে এই চারাগাছগুলো বিতরণ করে আসছি। এছাড়াও বিভিন্ন থানা এলাকার রাস্তার পাশে চারাগাছ রোপণ ও তার পরবর্তী রক্ষণাবেক্ষণ, পরিচর্যা অব্যহত রেখেছি। পুলিশ সুপার আরো উল্লেখ করেন  Climate Justice নিশ্চিত করার জন্য সদাশয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অহর্নিশ পরিশ্রম করে যাচ্ছন। প্রতি ইঞ্চি জমিকে প্রোডাকটিভ করার নির্দেশনা দিয়েছেন। নাগরিক হিসাবে আমাদের এই ধরনীকে উপযোগী রাখতে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে। তাছাড়া পুলিশ হিসাবে আমরা মনে করি, যারা প্রকৃতির সাথে, প্রকৃতিকে নিয়ে Neuro-balanced being হিসাবে জীবন যাপন করে, তারা অপরাধ প্রবণ হয়না। গাছ লাগানো, বইপড়া ইত্যাদি ইতিবাচক অপশনসমূহকে শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে নেতিবাচক কাজসমুহ যেমন মোবাইল আসক্তি, জুয়া, নেশা আসক্তি কমে যাবে বলে আমরা বিশ্বাস করি।   আমরা আশা করি 'সবুজ করি কুড়িগ্রাম' কর্মসূচীর মাধ্যমে সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা কুড়িগ্রাম জেলাকে জলবায়ু সহিষ্ণু আপরাধহীন সমাজে রুপান্তর করতে সক্ষম হবো।