lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-18T13:55:27Z
জেলার সংবাদ

ছাতকের মুক্তিরগাঁও মুসল্লীদের সাথে এমপি পদপ্রার্থী জাহাঙ্গীর আলম'র কুশল বিনিময়

Advertisement

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য,দোয়ারাবাজার উপজেলা জাপার সভাপতি ও ছাতক-দোয়ারাবাজার আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাহাঙ্গীর আলম  শুক্রবার ছাতক উপজেলার মুক্তিরগাঁও জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন। 

 পবিত্র জুম্মার নামাজ শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময় করে মসজিদে সংক্ষিপ্ত বক্তৃতা করেন তিনি। 

কুশল ও মতবিনিময়ে সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের অবদানের কথা তুলে দরে জাহাঙ্গীর আলম বলেন, দেশের সার্বিক উন্নয়নের সূচনা হয়েছিল এইচ এম এরশাদের হাত ধরে।

তাই দেশের সোনালী যুগ ফিরিয়ে আনতে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাতে হবে। আধুনিক ছাতক-দোয়ারা গড়ে তোলার লক্ষ্যে আমি এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির এমপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশা করছি। আমি আশাবাদী ছাতক-দোয়ারার মানুষ তাদের অভাবনীয় উন্নয়নের লক্ষে আমাকে বিপুল ভোটে জয়ী করবে। আমি সুখে-দুঃখে ছাতক-দোয়ারাবাজার দুই উপজেলার মানুষের পাশে ছিলাম, আছি, ভবিষৎতেও থাকবো। তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এ সময় স্থানীয় জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লীরা উপস্থিত ছিলেন।