lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৬ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-06T05:56:52Z
আইন ও অপরাধ

দোয়ারাবাজারে এক রাতে কৃষকের ৫টি গরু চুরি

Advertisement

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বেড়েছে গরু চুরির ঘটনা। এক রাতেই স্থানীয় কৃষক হেলেম মিয়া নামের এক কৃষকের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি হয়েছে।

শুক্রবার (৪আগষ্ট)  দিবাগত রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামে এই ঘটনাটি ঘটে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে কৃষক হেলেম মিয়ার দালান ঘরের গ্রিল ভেঙে পরিবারের লোকজনের বসবাসের সবগুলো রুমে বাহির থেকে তালা দিয়ে আটকিয়ে গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরি করে নিয়ে যায় চুর। গরুগুলোর আনুমানিক দাম ২ লক্ষ ৫০ হাজার  টাকা।এদিন রাতে টের পেয়ে কৃষক ঘুম থেকে উঠে  ঘর থেকে বাহির হতে চাইলে ঘরের দরজা খুলতে না পারায়  প্রতিবেশীদের  খবর দিলে তাদের চিৎকারে স্থানীয়রা এসে দেখতে পায় ঘরের দরজায় বাহির থেকে তালা মারা। পরে এলাকাবাসী ঘরের তালা ভেঙে তাদের বাহির করে আনে। পরে কৃষক হেলেম মিয়া গোয়াল ঘরে গিয়ে দেখেন তার গরু নেই। তাৎক্ষণিক এলাকায়  চুরির ঘটনা জানা জানি হলে শতাধিক গ্রামবাসী চোরের দলকে ধরতে ধাওয়া করে কিন্ত চোরের সন্ধান পায়নি।

ভুক্তভোগী কৃষক হেলেম মিয়া বলেন, প্রতিদিনের মত গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি। রাতে একদল চোর এসে শোয়ার ঘরেে তালা দিয়ে আটকিয়ে ও গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে আমার ৫টি  গরু চুরি করে নিয়ে যায়। আড়াই লক্ষ টাকার ৫টি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। এখন কিভাবে ছেলেমেয়েদের নিয়ে সংসার চালাবো সেই চিন্তায় আছি।

পূর্বচাইরগাঁও গ্রামের স্বাস্থ্যকর্মী মাঈনুল ইসলাম বলেন, ইদানিং নরসিংপুর ইউনিয়নের গ্রামগুলোতে গরু চুরির ঘটনা প্রায়ই ঘটছে। রাত হলেইগ্রামে গ্রামে গরু চোরদের রাজত্ব চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির দাবি জানান তিনি।

নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ  জানান, শীত আর বর্ষাতে এক তালেই গ্রামে চলে গরু চুরির ঘটনা। প্রায়ই ঘটছে গরু চুরির ঘটনা। প্রশাসনের নজরদারির দাবি জানান তিনি।

মোবাইলে যোগাযোগ করা হলে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর বলেন, 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি দেখা হচ্ছে।