lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-26T14:14:23Z
জেলার সংবাদ

পঞ্চগড়ে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপাকে পরেছে কৃষক ও মাছ চাষীরা

Advertisement

আছমা আক্তার আখি,পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে কয়েকদিনের টানা বৃষ্টিতে কৃষক কৃষাণীর কপালে চিন্তার ভাজ, পঞ্চগড় দেশের সর্ব উত্তরের একটি জেলা।

এ জেলায় ক'য়দিনের টানা বৃষ্টিতে নদ-নদী গুলো প্লাবিত হয়ে বসতবাড়িতে পর্যন্ত পানি ঢুকেছে, এতে করে ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের , পঞ্চগড় পৌর শহর থেকে শুরু করে গ্ৰাম এর রাস্তা ঘাট গুলো ভেঙ্গে কাদায় পরিনত হয়েছে, এতেকরে মানুষের চলাচলের  অনপোযোগী হয়ে পড়েছে রাস্তাগুলো। 

পঞ্চগড়ে ভারত থেকে বেয়ে আসা একমাত্র  করতোয়া নদীটি কানায় কানায় ভরে উঠেছে এখনো বাড়ছে নদীর পানি। করতোয়া নদীর পারঘেষে বসবাস করছেন যারা বর্তমানে তারা দুশ্চিন্তায় রয়েছে আরো বৃষ্টি হলে তাদেরকে বাসা ছেড়ে অন্যত্রে যেতে হবে। 

অন্যদিকে মাছ চাষিদের মাথায় হাত, তারা বলছেন কয়দিনের প্রবল বৃষ্টিতে আমাদের পুকুরের পানি বেড়ে মাছ সব বেরিয়ে  গেছে ।

এতে আমাদের লক্ষ লক্ষ টাকা পানিতে ভেসে চলেগেছে। এছাড়াও ধান চাষীদের ডাঙ্গা জমিনের ধান ভালো হলেও নিচু জমির  ধান পানির নিচে তলিয়ে গেছে এই পানি যদি কিছুদিনের মধ্যে না কমে তাহলে রোপা করা ধান  পঁচে যাবে বলে কৃষকের ধারণা। বর্তমানে ও পঞ্চগড়ের আকাশ কালো মেঘে থমথমে হয়ে  আছে। কোথাও কোথাও বৃষ্টি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। 

পঞ্চগড় তেতুলিয়া উপজেলা আবহাওয়া অফিস অধিদপ্তর এর কর্মকর্তা  জিতেন্দ্রনাথ  রায়, জানান  এখন থেকে  সেপ্টেম্বর পর্যন্ত এই আবহাওয়া বিরাজ করতে পারে,তবে বৃষ্টির সম্ভাবনা আরও রয়েছে।