Advertisement
মাহতাবুর রহমান, নিজস্ব প্রতিবেদক
‘কর্মজীবি মা-বাবার সহায়ক পরিবেশ গড়ি মাতৃদুগ্ধদান নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে বরগুনা জেলার আমতলী উপজেলায় বুধবার সকাল ১০টায় র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস সপ্তাহ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তায় মা নবজাতক, শিশু ও কৈশোর স্বাস্থ্য উন্নয়নে অংশিদারিত্ব প্রকল্পের আওতায় জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সহযোগিতায় কনসার্ন এর কারিগড়ি সহযোগিতায় বেসরকারি সংস্থা এনএসএস এ কর্মসূচীর আয়োজন করে।
সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো. জায়েদ আলম ইরাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আমতলীর সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, প্রোগ্রাম ম্যানেজার মো. আশিকুর রহমান, মনোজ দাস ও সাংবাদিক নাসির মাহমুদ প্রমুখ।