lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-16T08:17:16Z
আইন ও অপরাধ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৮০পিস ইয়াবাসহ হাতেনাতে ২ গ্রেফতার

Advertisement

এম এস সাগর, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম:

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার চৌকশ পুলিশের অভিযানে ১৮০পিস ইয়াবাসহ হাতেনাতে কুখ্যাত মাদক কারবারি ২জন গ্রেফতার করে।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের নির্দেশে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন নেতৃত্বে সকল পুলিশ প্রশাসন মাদক ও জঙ্গিবাদবিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'স্মার্ট বাংলাদেশ ২০৪১' রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে 'স্মার্ট পুলিশ' অভিপ্রায়ে দুর্বার গতিতে কুড়িগ্রামের জনসাধারণের টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম (১৬আগস্ট) দিবাগত রাত ১টা ৪৫মিনিটে নাগেশ্বরী পৌরসভার হিরারখামার এলাকা থেকে হিরারখামার ২নং ওয়ার্ড এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ আব্দুল করিম (৫০) এবং ভূরুঙ্গামারীর জয়মনিরহাট সিংঝাড় এলাকার নাজমুল ইসলাম (২২) দ্বয়কে ১৮০পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান আশিক জানান, গ্রেফতারকৃত দুই ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। নাগেশ্বরী থানাকে মাদক ও অপরাধ দমনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে ইয়রাসহ দুই জনকে গ্রেফতার করেছে। মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্ব-সাধারণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাদকের সঙ্গে কোনো আপোস নেই। জেলায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের গ্রেফতার করতে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে।