Advertisement
পঞ্চগড় প্রতিনিধি
অভিযোগসূত্রে জানাযায় ,পঞ্চগড় বোদা উপজেলার ৪ নং কালিয়াগঞ্জ ইউনিয়ন পানিডুবি দীঘল গ্রামের বাসিন্দা মোঃ আনিছুর রহমান (৫২), অভিযোগে জানান তার ক্রয় কৃত জমির উপর দোকান ঘর নির্মাণ করলে , একই এলাকার স্থানীয় নজরুল ইসলামের পুত্র, একাধিক মামলার আসামি, মোঃ মনোয়ার হোসেন (৩৫), ও তার মাদক চক্র বাহিনীর কিছু সন্ত্রাসী।
কোন কারণ ছাড়াই মোঃ আনিছুর রহমান এর কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে বসে।
আনিছুর রহমান চাঁদা দিতে অস্বীকার করলে, মনোয়ার হোসেন, ও তার মাদকচক্রের লোকজনদের সাথে নিয়ে। দফায় দফায় নিরীহ আনিছুর রহমান, এর দোকান বাড়ি ও জান মালের ওপর হামলা চালিয়ে লুটপাট সহ ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
এ বিষয়ে বর্তমান কোটে মামলা চলমান এবং মনোয়ার হোসেন, কারাগারে রয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার, বেলা ১২ টার সময় মনোয়ার হোসেন, এর বাহিনীর লোকজন আনিছুর রহমান কে, মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে। আনিসুর রহমান মামলা তুলে নিতে অস্বীকার করলে, আনিছুর রহমান ও তার ভাই আশরাফুল ইসলাম কে বেধড়ক মারপিট করে মনোয়ার বাহিনীর লোকজন। আনিছুর রহমানের, ভাই আশরাফুল ইসলাম ,এখন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এছাড়াও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন মনোয়ার বাহিনী রাত হলে পানিডুবি বাজারে মাদকের আসর বসিয়ে তাণ্ডব এর সৃষ্টি করে, কেউ কিছু বলতে গেলে তারা বলে মাদক ঢুকিয়ে পুলিশে ধরিয়ে দেবে।
তাই এদের ভয়ে কেউই মুখ খুলতে চায়না। পুরো এলাকা এদের জন্য আতঙ্ক বিরাজ করছে। এরা মানে না কোন আইন আদালত এরা যেন স্বর্গে বাস করছে, এদের কথায় সবাই উঠে বসে। ভুক্তভোগ মোঃ আনিছুর রহমান ও এলাকার সুশীল সমাজ, এদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।