Advertisement
মোঃ রেজাউল ইসলাম পাথরঘাটা উপজেলা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় ১৩ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে বনবিভাগের মাধ্যমে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
আজ বুধবার (১৬ আগষ্ট) বেলা ১১ঃ ১৫ মিনিটের দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামের বটতলা মাছ বাজারের হেলাল মিয়ার মাছের আড়ৎ থেকে ১৩ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়। ওই অজগর সাপটিকে উদ্ধার করেন স্থানীয় বন্যপ্রাণি প্রেমি জাকির মুন্সি। তিনি জানান, হেলাল মিয়ার মাছের আড়ৎয়ের মধ্যে মাছ রাখার ককসিডের মধ্যে সাপটি দেখে ভয়ে চিৎকার দেয় হেলাল। পরে খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে অজগর সাপটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। জাকির মুন্সি আরও জানান, এর আগেও আমি দেড় শতাধিক সাপ উদ্ধার করেছি। যা সুন্দরবনসহ বিভিন্ন বনে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের টেংরা বিটের বিট কর্মকর্তা মহিদুর রহমান বলেন, উদ্ধার করা অজগর সাপটিকে জঙ্গলে অবমুক্ত করা হবে।