lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-17T14:40:48Z
জেলার সংবাদ

সিরিজ বোমা হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

Advertisement

পিরোজপুর প্রতিনিধি : 

২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে বিএনপি জামায়াতের মদদপুষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক একযোগে ঘৃন্য ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের টাউন ক্লাব রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘন্টাব্যাপী মানববন্ধন বক্তব্য রাখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার, সাংগঠনিক সম্পাদক মান্নান সাইফুল, দপ্তর স্পাদক সাকিল আহম্মেদ অপু সহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

এ সময় বক্তারা সিরিজ বোমা হামলায় করা মামলা দ্রুত নিস্পত্তি ও পলাতকদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। তাছাড়া দেশ থেকে জঙ্গিবাদ ও বোমাবাজদের নির্মুলসহ তারা যাতে দেশে প্রতিষ্ঠিত হতে  ও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করেন।