lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-04T13:31:07Z
জাতীয়

লালপুরে বীর মুক্তিযোদ্ধা নায়েব উদ্দিন মালিথার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Advertisement

নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলার  পানসিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নায়েব উদ্দিন মালিথা (৭৮) আর নেই। তিনি  শুক্রবার (৪ আগস্ট) সকাল ৬ টায়  তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার (৪ আগস্ট)  বিকাল ৫ টার সময়  নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে  পানসিপাড়া পারিবারিক গোরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা  নায়েব উদ্দিন মালিথা মৃত্যুকালে তিনি ২ ছেলে এবং ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

লালপুর উপজেলা  উপজেলা কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় মর্যাদা সম্মান প্রদর্শন করেন নাটোর পুলিশের একটি চৌকস দল।

জানাযার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করেন,মুক্তিযুদ্ধের কমন্ডার  সামছুল হক, বাঘা উপজেলা চেযারম্যান এ্যডভোকেট লায়েব উদ্দিন লাবলু, বাঘা  উপজেলা পরিষদের (সাবেক) ভাইচ চেয়ারম্যান  শফিউর রহমান শফি,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর, বিলমাড়ীয়া ইউপি (সাবেক ) চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  তোফাজ্জল হোসেনের তোফা, ( সাবেক) চেয়ারম্যান আব্দুল হান্নান, পরিবারের পক্ষে থেকে  তার ছোট ছেলে মাহামুদুর রহমান পলাশ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা নায়েব উদ্দিন মালিথা বাংলাদেশে আওয়ামী লীগের প্রবীণ নেতা ও দুড়দুড়ীয়া ইউনিয়নের  সভাপতি এবং মনিহারপুর- রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন সভাপতি ছিলেন।