lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৫ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-05T09:26:03Z
জেলার সংবাদ

গৌরীপুরে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন

Advertisement

মোঃ মোরসালিন ময়মনসিংহ গৌরীপুর প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায়  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর  জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব , বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকাল ১০টায়  গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টায় উপজেলা পরিষদের চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। 

এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। 

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ।  উপজেলা ভূমি সহকারী কমিশনার আফরোজা আফসানা । গৌরীপুর থানার ভারপ্রাপ্ত ওসি জনাব মাহমুদুল হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,  ছাড়াও বিভিন্ন সংগঠনের  কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সমাজভাবনায় শেখ কামাল মাত্র ২৬ বছরের জীবনে বাঙালির সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে এক বিরল প্রতিভাবান সংগঠক ও উদ্যোক্তা ছিলেন। তিনি এ দেশের তরুণ প্রজন্মের জন্য আজীবন অনুকরণীয়। রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও শেখ কামাল খুবই সাধারণ জীবনযাপন করতেন।