lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২০ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-20T10:47:16Z
আইন ও অপরাধ

দুধকুমার নদীতে বালু উত্তোলনের দায়ে আইনগত পদক্ষেপ

Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের ধারিয়ারপাড় গ্রামে দুধকুমার নদী থেকে দুটি স্থানে ২টি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনসহ বিক্রি করার দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক ড্রেজার মেশিন মালিক অনুপস্থিত থাকায় বিধি মোতাবেক ড্রেজার মেশিন ভাংচুর করেন নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিক আহমেদ।

সম্প্রতি, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের টাপুর চর গ্রামের আব্দুল জলিলের ছেলে ড্রেজার মেশিন মালিক কেরাম আলী ধারিয়ারপাড় (ভিতরবন্দ) সংলগ্ন দুধকুমার নদী থেকে ২মাস থেকে এবং কচাকাটা ইউনিয়নের ঈন্দ্রগড় (কাইয়েরচর) এলাকার সাবেক মেম্বার গাজিউর রহমান গাজি পশ্চিম ধারিয়ারপাড সংলগ্ন দুধকুমার নদী থেকে গত ১০দিন থেকে সিক্স সিলিন্ডার ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করে আসছেন। এসব বালু ধারিয়ারপাড়ে জমা করে সারা বছর বিক্রি করে থাকেন তারা। দীর্ঘদিন থেকে বালু উত্তোলনে ভাঙছে দুধকুমার নদীর পারের বসতবাড়ী ও আবাদী জমি। ক্ষতিগ্রস্থ হচ্ছে নদী তীরে অবস্থিত জমির মালিকরা।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০আইন অমান্য করার অপরাধে দুধকুমার নদী থেকে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন মালিক কেরাম আলী এবং সাবেক মেম্বার গাজিউর রহমান গাজির দুই স্থানে দুটি সিক্স সিলিন্ডার ড্রেজার মেশিন মালিক অনুপস্থিত থাকার কারণে ভ্রাম্যমান আদালত বিধি মোতাবেক ড্রেজার মেশিন ভাংচুর করেন নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি)।

নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিক আহমেদ বলেন, কেরাম আলী ও গাজিউর রহমান গাজি অবৈধভাবে দুধকুমার নদী থেকে বালু আসছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুন বলেন, একনেক প্রকল্পের বরাদ্দে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে দুধকুমার নদী ভাঙন রোধসহ নদী শাসনের কাজ শতভাগ চলমান রয়েছে। দুধকুমার নদের ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়টি গতকাল জেলা প্রশাসন কে অবগত করা হয়েছে। সংবাদ প্রচার ও আমাদের অভিযোগের প্রেক্ষিতে আজ রোববার ড্রেজার মেশিন দুটি বন্ধ করে দেয়া হয়েছে। নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলে আমরা জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে ব্যবস্থা নিবো। এ বিষয়ে আজ জেলা প্রশাসনের এক বৈঠকে আলোচনা হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, পত্রিকা ও অনলাইনে সংবাদ দেখে নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) কে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সে মোতাবেক অবৈধ ড্রেজার বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।