Advertisement
নিজস্ব প্রতিবেদক:-
ট্রেনের দরজায় ঝুলে ভিডিও ধারণ করতে গিয়ে সিগন্যাল খুঁটির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে ট্রেনে ঢাকা যাওয়ার সময় দরজায় ঝুলে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল ইমজামুল হক (১৭)। এসময় রেললাইনের পাশে থাকা সিগন্যালের খুঁটিতে ধাক্কা লেগে ট্রেন থেকে নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে চলন্ত পাকশী হার্ডিঞ্জ ব্রিজের পূর্বপাশে রেলওয়ের সিগন্যাল খুটির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ইমজামুল চুয়াডাঙ্গা জেলার কুতুবপুরের জামুরহুদা গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে কুতুবপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।ফলাফল প্রকাশ হওয়ার ৪ দিন পর আজকে মা-বাবা, ভাই-বোনসহ আত্মীয়স্বজনদের সঙ্গে ঢাকা যাওয়ার জন্য চুয়াডাঙ্গা স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ওঠে ইমজামুল।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুনুজ্জামান রুমেল আলোকিত বার্তা ৭১ কে জানান, নিহত কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পরিবারের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন। হঠাৎ পাকশী থেকে এমন দুর্ঘটনার শিকার হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহটি হস্তান্তর করা হয়। পরিবারের সবাই ঢাকা না গিয়ে মরদেহ নিয়ে চুয়াডাঙ্গায় ফিরে গেছেন।