lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-03T14:06:42Z
জেলার সংবাদ

সিলেটে প্রেমিক যুগল জুটিকে তুলে নিলো কিশোর গ্যাং, লাপাত্তা প্রেমিক যুগল জুটি

Advertisement

সিলেট প্রতিনিধি

সিলেটে কিশোর গ্যাং তোলে নিল প্রেমিক যুগল জুটিকে। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন। এনিয়ে স্থানীয় মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিগত ৯ দিন থেকে তারা নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এতে প্রেমিক যুগল জুটির আত্মীয়-স্বজনরা চরম বিপাকে পড়েছেন।

জানা গেছে, মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ধর্মদেই গ্রামের মৃত-সুধাংশু দাসের মেয়ে (প্রেমিকা) মঙ্গলিকা দাস ও একই উপজেলার পূর্ব শংকরপুর গ্রামের পিতা-সুরেন্দ্র মালাকারের ছেলে (প্রেমিক) রিপন মালাকার তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উটে। একপর্যায় প্রেমিক রিপন প্রেমের টানে নিজ এলাকা ছেড়ে প্রেমিকা মঙ্গলিকা সহ তার একভাই শুভ দাস ও মা প্রার্থণা রানী দাসকে নিয়ে পাড়ি জমান সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকার লাউয়াই নিজাম মিয়ার ভাড়াটে বাসায়। সেখানে বিবাহবন্ধন ছাড়াই শ্বাশুড়ি শ্যালককে নিয়ে প্রেমিক রিপন মাসের পর মাস রাত্রিযাপন করতে থাকেন। কথিত এই প্রেমের মধ্যে স্থানীয় দক্ষিণ সুরমা এলাকার কতিপয় কিশোর গ্যাংদের সঙ্গে সর্ম্পক গড়ে উটে প্রেমিক রিপনের। সরল বিশ্বাসে সেই গ্যাংদের নিয়ে প্রতিরাতে রিপন আড্ডা জমাতেন তার ভাড়াটে নিজামের বাসায়। শ্বাশুড়ি ও শ্যালক এতে আপত্তি জানালেও কোন কর্ণপাত করতেন না রিপন। দীর্ঘ চারমাস ভাড়াটে বাসায় থাকলেও দুইমাসের ভাড়া পরিশোধ করেন রিপন। অভাব অনটনের কারনে বাকি ২মাসের ভাড়া পরিশোধ করতে পারেননি তিনি। এমনি অবস্থায় কিশোর গ্যাংরা বিগত ২৬ জুলাই নিজাম মিয়ার বাড়াটে বাসা থেকে প্রেমিক যুগল জুটিকে জোর পূর্বক তোলে নিয়ে যায়। এরপর থেকে প্রেমিক যুগল জুটি লাপাত্তা। কোথাও তাদের কোন সন্ধ্যান মিলছে না। এনিয়ে যুগল জুটির আত্মীয়-স্বজনরা গভীর উদ্বিগ্ন। যদিও বিষয়টি দক্ষিণ সুরমা থানা পুলিশকে অবহিত করেছেন মঙ্গলিকার মা প্রার্থণা রানী দাস। এর সত্যতা নিশ্চিত করেছে থানা পুলিশের একটি সংশ্লিষ্ট সূত্র।