lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২০ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-20T09:56:53Z
খেলাধুলা

দুমকীতে দাদা-নাতীদের হাডুডু খেলা দেখতে উৎসুক জনতার ভীড়

Advertisement

মোঃ রিয়াজুল ইসলাম, দুমকী(পটুয়াখালী) প্রতিনিধিঃ 

নূতন প্রজন্মকে উজ্জীবিত করতে পটুয়াখালীর দুমকীতে দাদা বনাম নাতীদের দল তৈরি করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। 

ব্যতিক্রমী আয়োজন, জমজমাট ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ খেলা দেখতে উৎসুক জনতার ভীড় ছিল চোখে পড়ার মতো। 

শনিবার(১৯ আগষ্ট) বিকেল ৫ টায় উপজেলার পাংগাসিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় যুবকদের আয়োজনে কয়েক শতাধিক দর্শক ও ক্রীড়া প্রেমীদের উপস্থিতিতে বিলুপ্তপ্রায় জাতীয় এ খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলায় দাদা পক্ষের অধিনায়ক ছিলেন মোহাম্মদ আনিস সিকদার ও নাতী পক্ষের অধিনায়ক  ছিলেন আফজাল সিকদার। এ খেলায় দাদাদের টীম জয়ী হলেও সকল খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

শৈশব স্মৃতি মনে করে দাদা পক্ষের অধিনায়ক মোহাম্মদ আনিস সিকদার বলেন, ছোটবেলায় বিভিন্ন জায়গায় হাডুডু খেলতে গেছি। আজ আবার এ খেলা খেলে মনে হল যৌবনে ফিরে গেলাম। 

দর্শনার্থী এক্টিভ বয় রাহাত বলেন, দাদা-নাতীদের এ খেলা দেখে অত্যন্ত ভালো লেগেছে। তাই এ স্মৃতি ধরে রাখতে আমি ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছি। 

ইউপি সদস্য আনোয়ারা নাসরীন বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তোলার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে জাতীয় এ খেলার বিকল্প নেই। 

পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান এ্যাড. গাজী নজরুল ইসলাম বাংলাদেশ প্রকাশকে বলেন, এর আগেও ওই ওয়ার্ডের স্লুইস গেট এলাকায় ও এ রকম দাদা-নাতীদের মাঝে এ খেলার করা হয়েছিল। আমি অতিথি ছিলাম।