lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-04T09:25:09Z
আইন ও অপরাধ

ধর্ষণে বাধা দেয়ায় দুই শিশুকে কুপিয়ে হত্যা

Advertisement

মাহতাবুর রহমান, নিজস্ব প্রতিবেদক

বরগুনা জেলার সদর উপজেলার ফুলজুরি ইউনিয়নের রোডপাড়া গ্রামে ৩ আগষ্ট বৃহস্পতিবার  রাতে ধর্ষণে বাধা দেয়ায় তাইফা ও হাফিজুল নামে দুই শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শিশু হাফিজুল একই এলাকার গোলাম খবিরের ছেলে ও তাইফা ধর্ষণের শিকার  আহত নারীর মেয়ে। অভিযুক্ত ইলিয়াস বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা।  ইলিয়াস ধর্ষণের শিকার আহত নারীর আপন বড় বোনের স্বামী। 

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্তা এই নারীর প্রতি লালসা ছিল দুলাভাই ইলিয়াসের। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ধর্ষণের শিকার এই নারী তার শিশু কন্যা তাইফা ও প্রতিবেশী শিশু হাফিজুলকে নিয়ে বাড়িতে ঘুমাচ্ছিল। গভীর রাতে ওই বাড়িতে গিয়ে কৌশলে ঘরে ঢুকে ইলিয়াস জোরপূর্বক অবৈধভাবে শারীরিক সম্পর্ক করতে চাইলে ধর্ষণের শিকার ঐ নারী  বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে ইলিয়াস। এ সময় ঐ নারীকে বাঁচাতে এলে দুই শিশুকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় ইলিয়াস। ঘটনাস্থলেই শিশু হাফিজুলের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে শিশু তাইফাও মারা যায়। 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে তদন্তের মাধ্যমে অভিযুক্ত ইলিয়াসকে আটক করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। নিহত শিশুদের মরদেহ মর্গে নেওয়া হয়েছে। আহত নারীকে চিকিৎসার জন্য বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।