lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২০ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-20T09:52:14Z
জেলার সংবাদ

মান্দায় নিজ অর্থে ৫'শত চারা গাছ রোপন করলেন এস এম জীবন

Advertisement

আল আমিন স্বাধীন মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মান্দায় গ্রামীণ কাঁচা রাস্তার দুধারে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন প্রজাতির ৫০০ গাছের চারা রোপণ করা হয়েছে। আজ রোববার সকালে সাবাই বাজারের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে চৌজা ব্রিজ পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় এসব চারা রোপণ করা হয়।

উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম ইমরান হোসেন জীবনের অর্থায়নে একদল উদ্যোমী তরুণ কাঁচা রাস্তাটিতে মেহগনি, ইউক্যালিপটাসসহ বিভিন্ন ফুল গাছের চারা রোপণ করেন। 

এ প্রসঙ্গে এসএম ইমরান হোসেন জীবন বলেন, সাবাই হাটের ব্রিজ থেকে চৌজা ব্রিজ পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় কোনো গাছপালা নেই। এ কারণে রাস্তাটি খাঁ খাঁ করে। প্রচন্ড রোদ মাথায় নিয়ে এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোকজন চলাচল করেন। 

ইমরান হোসেন জীবন আরও বলেন, ইচ্ছে থাকলেও ছায়া না থাকায় পথচারীরা বিশ্রাম নিতে পারেন না। এ অবস্থায় সৌন্দর্য বৃদ্ধি ও চলাচলরত মানুষের কথা ভেবেই রাস্তাটিতে বনায়ন করা হচ্ছে।

বনায়ন কাজে স্থানীয় মাসুদ রানা, মিনজাহ হোসেন, রিপন কুমার, জামরুল হোসেন বুলেটসহ কয়েকজন উদ্যোমী তরুণ অংশ নেয়।