lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৫ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-05T09:49:21Z
জেলার সংবাদ

নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে

Advertisement

বরিশাল ব্যুরো 

দ্বীপ জেলা ভোলায়  নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। 

আজ ৫আগস্ট শনিবার সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। এসময় জেলা প্রশাসন, পুলিশ সুপার এর কার্যালয় , জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তর ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রাশসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ইউনুছ, বীর মুক্তিযোদ্ধা মো. ওহিদুর রহমান প্রমুখ। 

এছাড়া একইস্থানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন যুব সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক। একইসাথে বাদ যোহর শেখ কামালের আত্মার মাগফেরাত কামনায় সব মসজিদ, মন্দির ও অনান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে ৪ টায় জেলা প্রশাসক একাদশ বনাম ভোলা পৌরসভা একাদশের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে ভোলা সরকারি স্কুল মাঠে।

উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ ক্যাপ্টেন শেখ কামাল।১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে শেখ কামাল জন্মগ্রহণ করেন।১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কালো রাতে নির্মম হত্যাকাণ্ডে মাত্র ২৬ বছর বয়সে জাতির জনক বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন শেখ কামাল ।