lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-17T05:09:50Z
জেলার সংবাদ

আটোয়ারীতে নবম শ্রেণীর শিক্ষার্থী’র আত্মহত্যা

Advertisement

এম এ সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ 

পঞ্চগড়ের আটোয়ারীতে মোছাঃ শাবনুর আক্তার (১৫) নামে এক নবম শ্রেণীর শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। সে উপজেলার তোড়িয়া ইউনিয়নের মধ্য কাটালী গ্রামের মোঃ হাফিজুল ইসলামের মেয়ে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) ভোর ৩ টায় সে মারা যায়।

পরিবার সূত্র জানায়, গত ১৫ আগষ্ট পাশর্^বর্তী গ্রাম নদীডাঙ্গীতে শাবনুর তার ফুপুর বাড়ি মেহমান খেতে যায়। সেখানে একদিন একরাত অবস্থান করে  সে। পরের দিন ১৬ আগষ্ট দুপুরে, ফুপা রফিকুল ইসলামের সাথে মোটরসাইকেল যোগে বাসায় কাপড় আনতে আসে। ফুপা তাকে বাড়ির গেইটের সামনে নামিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছিল। সেময় বাড়িতেও কেউ ছিলনা। এই সুযোগে শাবনুর সবার অগোচরে বিষপান করে। অনেক সময় ধরে সে বাইরে না আসায় ভিতরে গিয়ে দেখেন যে, সে বিষপান করেছে। 

পরে তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে তাকে দুইবার ওয়াশ করা হয়। পরে অবস্থার উন্নতি না হলে ঠাকুরগাওঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই ১৭ আগষ্ট, ভোর ৩ টার দিকে শাবনুর মারা যায়। 

এবিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান, আমরা মেয়েটির আত্মহত্যার খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করব এবং একটা ইউডি মামলা দায়ের করা হবে। আর মৃত্যুর প্রকৃত কারন অনুসন্ধানের জন্য লাশ ফরেন্সিকে পাঠানো হবে।