lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-19T10:26:47Z
দুর্ঘটনা

শার্শায় রাস্তা পারাপারের সময় বৃদ্ধ নিহত

Advertisement

জহিরুল ইসলাম যশোর জেলা প্রতিনিধি

যশোর জেলার শার্শা উপজেলায় তিন চাকার গাড়ি (নসিমন) চাপায় খোরশেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। পেশায় তিনি একজন রং মিস্ত্রী ছিলেন। শনিবার (১৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টার সময় নাভারন থেকে নিজামপুর সড়কের উত্তর বুরুজবাগান তালতলার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।  নিহত খোরশেদ আলী উত্তর বুরুজবাগান গ্রামের মোকছেদ আলীর ছেলে। প্রত্যাক্ষদর্শিরা জানায়, ঘটনার সময় খোরশেদ আলী তালতলার মোড় থেকে বাসায় যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলো। এসময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। সে মাটিতে পড়ে গেলে পরিবর্তিতে একটি নসিমন তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।