মঙ্গলবার 25 মার্চ 2025

lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-16T15:41:02Z
আইন ও অপরাধ

রামগড় ৪৩ বিজিবির অভিযানে লেডিস গার্মেন্টস কাপড় জব্দ

Advertisement

ফারাজানা আক্তার, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ 

                                                                                   খাগড়াছড়ির রামগড় পৌরসভার বল্টুরামটিলা  নামক স্থানে ৪৩ বিজিবির অভিযানে বাংলাদেশী বিভিন্ন প্রকার লেডিস গার্মেন্টস কাপড় ভারতে পাঁচারকালে জব্দ করা হয়।

বুধবার (১৬ই আগস্ট) বিকালে রামগড় ৪৩ বিজিবির অধিনস্থ রামগড় বিওপিতে কর্মরত নায়েব সুবেদার জাহাঙ্গীর আলম  এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বল্টুরামটিলা স্থান থেকে মালিকবিহীন বাংলাদেশী লেডিস গার্মেন্টস কাপড়(পাহাড়ী থামী ৫০পিছ,লেডিস শর্ট জামা ১১পিছ,ওড়না ১০পিছ) অবৈধভাবে ভারতে পাঁচারকালে  জব্দ করা হয়,যার বাজারমুল্য ৭৫ হাজার পাঁচশত টাকা।এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত কাপড় বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।