Advertisement
পাথরঘাটা সংবাদদাতা
বরগুনা জেলার পাথরঘাটা পৌর শহরের পরিত্যক্ত হাসপাতাল ভবনের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাত এক নারীর (৭০) মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ আগষ্ট) সকাল ১০টায় পাথরঘাটা থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্ত কর্মকর্তা এসআই ওয়াসিম বিশ্বাস বলেন, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। পাথরঘাটার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন এবং পরিত্যক্ত ভবনের সিঁড়ির নিচে রাত্রিযাপন করতেন। এ ঘটনায় পাথরঘাটা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।