lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৫ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-05T13:16:29Z
জেলার সংবাদ

সারিয়াকান্দিতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

Advertisement

মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি: 

বগুড়ায় সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহ আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকার, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীদের মাঝে ২০০ টি গাছের চারা বিতরণ করা হয়।