lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-16T15:06:06Z
ব্রেকিং নিউজ

মালিগাছায় বিদেশ ফেরত প্রবাসীর কাছে চাঁদা দাবি, না পেয়ে সন্ত্রাসী হামলা

Advertisement


 

বিশেষ প্রতিবেদক:-পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের নারায়নপুর গ্রামের বিদেশ ফেরত প্রবাসী জাইদুল প্রামাণিকের হামলা চালিয়েছে এলাকার সন্ত্রাসীরা।


প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বিদেশ ফেরত প্রবাসী জাইদুল প্রামাণিকের কাছে গত ১১ আগষ্ট চাঁদাদাবি করে মোঃ সুমন ও তার অনুসারীরা। ঘটনার পরে জাইদুল প্রামাণিক বিষয়টি তেমন গুরুত্বরোপ করেনি। গত ১৪ আগষ্ট রাতে টেবুনিয়া বাজার হতে তার বাড়িতে আসার পথে ইউনিয়ন পরিষদের সামনে প্রধান সড়কে অত্র এলাকার মৃত সোলাইমান প্রামাণিকের পুত্র মো: সুমন তার ভাই মো: মোতালেব ও মৃত লইমুদ্দিন প্রামাণিকের ছেলে তায়েব প্রামাণিক জিআইপ হাতুড়ি হকিস্টিক ও বাঁশের লাঠি দিয়ে প্রবাসী জাইদুলের পথ রোধ করলে এলোপাতাড়ি মারপিট করে তার শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত হয়ে জখম ও ফুলে যায়। এ সময় মাথায় জিআইপ দিয়ে বাড়ি দিতে গিয়ে হটাৎ মাথা সড়িয়ে নিলে চোখ আঘাত লেগে ফুলে যায় ও রক্তাক্ত হয়। এ সময় তার পকেট থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালিয়ে যায় উল্লেখিত সন্ত্রাসীরা। পরে এলাকাবাসী উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে।


এ বিষয়ে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জাইদুল প্রামাণিকের ভাই জিয়াউল প্রামাণিক পাবনা সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছে।


এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা বালা সিন্ধু জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।