lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-15T14:22:08Z
জেলার সংবাদ

গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

Advertisement

আলিফ  আরিফা গাজীপুর প্রতিনিধি 

সারাদেশের ন্যায় গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহম্মদ এর সঞ্চালনায় দুপুর ১২ টা সময় গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে প্রেসক্লাবের কনফারেন্স রুমে কোরআন খতমের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতেম আলী, কবি আবু নাসির খান তপন, গাজীপুর ংপ্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান, সৈয়দ মোকছেদুল আলম লিটন, টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া , সাদেক আলী, এম এ ফরিদ, আবিদ হোসেন বুলবুল, হাবিবুর রহমান,  গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও গাজীপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম এ সালাম শান্ত, রায়হানুল ইসলাম আকন্দ, কাজী মোঃ মকবুল হোসেন, চঞ্চল খান মাই টিভি, রেজাউল করিম  প্রমুখ।