Advertisement
জহিরুল ইসলাম যশোর জেলা প্রতিনিধি
যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৬ যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবঃ ডাঃ অধ্যাপক মোঃ নাসির উদ্দিন এমপি মহোদয়।
ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ঝিকরগাছা পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, ঝিকরগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী, ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমির হোসেন, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুজ্জামান।
আরও বক্তব্য রাখেন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরানুর রশীদ, ঝিকরগাছা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান বরি, ঝিকরগাছা উপজেলা মহিলা লীগের সভাপতি নাসরিন খান বিথী, মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাওন রেজা খোকা, সাধারণ সম্পাদক শামীম হোসেন, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ঝিকরগাছা উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ সেলিম রেজা।