lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-04T05:20:29Z
দেশজুড়ে

ঝুকিপূর্ণ ২৫৯৩ শিশুকে জন্মদিনের উপহার প্রদান

Advertisement

মাহতাবুর রহমান, নিজস্ব প্রতিবেদক

বরগুনা জেলার আমতলী উপজেলায় ঝুকিপূর্ণ ২৫৯৩ জন শিশুকে জন্মদিনের উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। 

আমতলী উপজেলার ২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৫টি গ্রামের তালিকাভূক্ত ২৫৯৩ শিশুকে জন্মদিনের উপহার হিসেবে বিভিন্ন উপহার সামগ্রী ৩ আগষ্ট ২০২৩ বৃহস্পতিবার সকালে বিতরন করা হয়েছে। এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন আমতলী অফিস এ উপহার সামগ্রী বিতরন করেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে প্রত্যেক শিশুকে ১টি করে বালতি, ১২টি কলম, ১২টি রংপেন্সিল, ২টি স্যাভলন সাবান, ১ প্যাকেট কাপর ধোয়া গুরা সাবান ও ১টি বিছানার চাঁদর। বিতরন উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে এক অনুষ্ঠানের আযোজন করা হয়। 

বেসরকারি সংস্থা এনএসএস এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্নার কাছে ঝুঁকিপূর্ণ শিশু সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন ঝুঁকিপূর্ণ শিশু বলতে অনেকগুলো বিষয় আছে। নদীর পাড়ে বাসা, হত দরিদ্র, পিতা বা মাতা নেই, প্রতিবন্ধী, ঝুকিপূর্ণ কাজে নিয়োজিত, পরিবারের আয়ের পথ নেই, অর্থনৈতিক কারনে স্কুল ড্রপ আউট এরকম শিশুদের বুঝে থাকি। তিনি আরও জানান একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এবং ভিডিসি, কমিউনিটি পিপল ও জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এই শিশুদের বাছাই করা হয়েছে। এই শিশুদের প্রতিবছর একটা দিনে জন্মদিন পালন করা হয়, কেক কাটা হয় এবং কিছু শিক্ষা ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। 

এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল আলম। সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আনোয়ার হোসেন ফকির ও ওয়ার্ল্ড ভিশন আমতলী অফিসের ম্যানেজার সুরভী বিশ্বাস প্রমুখ।