Advertisement
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় বিরামপুরের আয়োজনে ছোট যমুনা নদীতে উপজেলা জলাভূমি এবং বর্ষাপ্লাবিত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ করা হয়েছে।
আজ বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানা এবং পৌর শহরের ঘাটপাড় ব্রীজ সংলগ্ন ছোট যমুনা শাখা নদীতে এসব পোনা অবমুক্ত করণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আককাস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় ক্রমানুসারে উম্মে কুলছুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, খামার ব্যাবস্থাপনা কর্মকর্তা প্রফুল্ল চন্দ্র প্রমুখ।
পোনা অবমুক্ত করণ শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন জানান, ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানার পুকুর ও জলাশয়ে ৩২০কেজি এবং পৌর শহরের ঘাটপাড় ব্রীজ সংলগ্ন ছোট যমুনা শাখা নদীতে ৫০ কেজিসহ মোট ৩৭০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।