lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-17T07:59:52Z
অনিয়ম - দুর্নীতি

নাগেশ্বরী সরকারি কলেজের এইচএসসির এডমিড কার্ডে অতিরিক্ত অর্থলুট

Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি:

নাগেশ্বরী সরকারি কলেজে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের এডমিড কার্ড দেয়ার নামে অতিরিক্ত ৩শত টাকা হাতিয়ে নিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক। এমন অভিযোগ করেন একাধিক এইচএসসি পরীক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগে জানা যায়, নাগেশ্বরী সরকারি কলেজের সহকারী অধ্যাপক (পদার্থ বিজ্ঞান) মোঃ ফজলুল হক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়ে অনিয়মের মাঝে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। চলতি বছরে অত্র কলেজে এইচএসসি পরীক্ষার্থী ৫৪৯জনের এডমিড কার্ড দিতে প্রতিজনের নিকট থেকে বিধিমালা অমান্য করে ৩শত টাকা করে হাতিয়ে নিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক। অথচ আজ (১৭আগস্ট) সারাদেশের ন্যায় নাগেশ্বরী উপজেলায় সুষ্ঠুভাবে চলছে এইচএসসি পরীক্ষা।

নাগেশ্বরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক এডমিড কার্ড দেয়ার নামে অর্থ নেয়ার কথা স্বীকার করে বলেন, এইচএসসির পরীক্ষার্থীদের মধ্য কিছু পরীক্ষার্থীদের এডমিড দিতে ৩শত টাকা নেয়া হয়েছে। অতঃপর কলেজের সভাপতি নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে প্রতি শিক্ষার্থীদের নিকট ১শত ৫০টাকা নিয়েছি।

রংপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এস এম আব্দুল মতিন লস্কর বলেন, অভিযোগ শুনলাম। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানান।

দিনমজুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ বলেন, এইচএসসি পরীক্ষা পরিদর্শনে আছি। এইচএসসি পরীক্ষার্থীদের এডমিড কার্ডে অর্থ নেয়ার সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।