lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
Last Updated 2023-08-04T05:17:47Z
রাজনীতি

নাটোরের নলডাঙ্গায় এমপি শিমুলকে নিয়ে কু-রুচি পূর্ন বক্তব্যের প্রতিবাদে বিশাল সমাবেশ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়

Advertisement

হাসান আলী সোহেল নাটোর প্রতিনিধি:

নাটোর সদর ও নলডাঙ্গা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল এম.পি সম্পর্কে নাটোর জেলা আওয়ামী লীগের

সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান ও নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির এর কু-রুচিপূর্ণ বক্তব্য ও মিথ্যাচারের জন্য

রমজান ও মনির কে দলীয় পদ থেকে অপসারণ এর দাবীতে বিশাল প্রতিবাদ সমাবেশ ও ঝাড়ু মিছিল হয়েছে।

৩ অক্টবর বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মেয়র মনির ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের এমপি শিমুলকে নিয়ে কু-রুচিপূর্ন বক্তবের প্রতিবাদে  বিশাল সমাবেশ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ঝাড়ু মিছিল টি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে এসে বিশাল সমাবেশ শুরু হয় এসময় উপস্থিত ছিলেন।

 নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া চৌধুরী,  নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক  মাসুম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা সৈনিক  লীগের সভাপতি জনি,নলডাঙ্গা উপজেলা  যুবলীগের আহবায়ক  রুবেল ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক লিটন, সহ অনেকে বক্তব্য রাখেন তারা বলেন এমপি শিমুলকে নিয়ে গত ২ অক্টোবর  মেয়র মনির ও সম্পাদক রমজান কু-রুচিপুর্ন যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে তাদের পদ থেকে অপসারন ও এমপি শিমুলের কাছে মাফ চাইতে বলেন।ভবিষ্যতে  এমন আচারন বা কর্মকান্ড করলে শক্ত হাতে তাদের প্রতিহত করা হবে।

উলেখ্য যে গত ১লা অক্টোবর  আলহাজ শফিকুল ইসলাম শিমুল এমপি নাটোর সদরে বিএনপির সারাদেশে  নৈরাজ্যের  প্রতিবাদ সমাবেশ শেষ করে বিকেলে ৫ টায়  নলডাঙ্গা উপজেলায় একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য রওনা হন গাড়ি বহরের সামনে থাকা আওয়ামী লীগ কর্মীদের পৌর মেয়র মনিরুজ্জামান মনিরের ভাতিজা শিশিরের  সাথে বাইক বেপরোভাবে চালনোর দায়ে  কথা কাটাকাটি ও ধস্তা- ধোস্তি হয়। 

বিকেল ৫ টায় এমপি শিমুল সমাবেশ শেষে ফেরার পথে মেয়র মনিরুজ্জামান মনির তার ভাতিজার সাথে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানতে এমপি সাহেবের গাড়ির সামনে গেলে আবারো নেতাকর্মীর সাথে মেয়ের মনির ও তার সাথে থাকা লোকজনের সাথে কথা কাটাকাটি ও ধস্তা দোস্তি শুরু হয়।পরিস্থিতি সামাল দিতে  এমপি শিমুল নিজে গাড়ি থেকে নেমে পরিস্থিতি শান্ত করেন।