lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-18T08:33:18Z
ব্রেকিং নিউজ

কাশিয়ানীতে স্থানীয় সরকার দিবস পালিত

Advertisement


 

মাহমুদ হাসান মাসুদ, গোপালগঞ্জ প্রতিনিধি:স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । র‍্যালী শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।


কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে রোববার ১৭ সেপ্টেম্বর বিকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমের সামনে এসে শেষ হয়।


গত পনেরো বছরে প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদের জন্য ১২০টি ওয়াশরুম, ৩৪২০টি টিউবয়েল ,  ১২০ কিলোমিটার বিশুদ্ধ পানির পাইপ লাইন নির্মানসহ আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্ম বক্তারা তুলে ধরেন। 


উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর। 


উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সাভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম। উপজেলা প্রকৌশলী মোঃ মোরশেদ আলম, প্রানী সম্পদ অফিসার পৃথ্বীজ কুমার, প্রকৌশলী এমএম মাহাবুব আলম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মিরান মিয়া।


মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান লুথুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাশিয়ানী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নিজামুল আলম মোরাদ, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক মিরাজ, হাজী কাজী নওশের আলী , সদস্য মোসাঃ রওশন বেগম ।